যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় সময় কমিয়ে আনার আশ্বাস
যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার সময় কমিয়ে আনবে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিভাগের অ্যাসিসটেন্ট সেক্রেটারি রেনা বিটারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রেনা বিটার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এলে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো কথা হয়নি। তবে, বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়ার সময় কমিয়ে আনার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।’
খুরশেদ আলম আরও জানান, কোভিডের পরে ভিসা সহযোগিতা সহজ করতে কাজ করছে দেশটি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।