দুইটি সংসদীয় আসন শূন্য ঘোষণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/02/parliament1.jpg)
জাতীয় সংসদ ভবনের ফাইল ছবি
দুজন সংসদ সদস্যের (এমপি) মৃত্যুতে বাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওদিন আসন দুইটি শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং এমপি এ কে এম শাহজাহান কামালের মৃত্যু হয়।