সংসদের হুইপের বাসা, থানাসহ জয়পুরহাটের বিভিন্ন স্থানে হামলা
জয়পুরহাটে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাসা, জয়পুরহাট থানা, পৌরসভার মেয়রের অফিসসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং ৪০ আহত হয়েছে।
এ ছাড়াও পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস), জয়পুরহাট সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ এবং বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।
গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
এ সব ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শেখ মেহেদী নামে একজন নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধসহ অন্তত ৪০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনসহ ৩৪ জনকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর খবর শোনার পর পরই হাজার হাজার জনতা জয়পুরহাট শহরে নেমে এসে উল্লাস করতে থাকে।