প্রধান বিচারপতিকে দেওয়া তরবারি রাখা হল জাদুঘরে
ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উপহার দেওয়া তলোয়ার সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম বিষয়টি জানিয়েছেন।
তারিক মোয়াজ্জেম আরও বলেন, আজ সকালে প্রধান বিচারপতির পক্ষ থেকে রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী উপহারের তরবারিটি হস্তান্তর করেন। সুপ্রিম কোর্ট জাদুঘর কর্তৃপক্ষ থেকে আমি তরবারিটি গ্রহণ করেছি। জাদুঘরে এটি সংরক্ষণ করে রাখা হয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তরবারি তুলে দেন ডিবিপ্রধান। মোহাম্মদ হারুন অর রশীদ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক।