জ্বরের কারণে সাক্ষ্য দেননি চিত্রনায়ক শাকিব খান
চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা মামলায় জ্বরের কারণে সাক্ষ্য দিতে আসেননি চিত্রনায়ক শাকিব খান। আদালত আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা নতুন তারিখ ধার্য করেন। আদালতে আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু শাকিব খান জ্বরে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। এর আগে গত ৫ জুলাই আদালত রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করেন।
নথি থেকে জানা গেছে, গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। পরবর্তীতে ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রহমত উল্লাহ আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন।