শাকিব, শুভ, রাজদের যেসব সিনেমা আসছে ২০২৫ সালে
সদ্য বিদায়ী বছরে ঢালিউডে মুক্তি পেয়েছে ৫০টির অধিক সিনেমা। যেখানে সবোর্চ তিনটি করে সিনেমা মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার দুই নায়কের; শাকিব খান ও শরিফুল রাজের। যেখানে দাপট দেখিয়েছেন শকিব আর প্রশংসা কুড়িয়েছেন শরিফুল রাজ।
চলতি বছর একাধিক সিনেমা মুক্তির মিছিলে আছে ঢাকাই সিনেমার নায়কদের। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব চলচ্চিত্র নিয়েই এ প্রতিবেদন।
শাকিব খান
দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িকা ইধিকা পাল। ঈদুল আজহাতে শাকিবকে দেখা যাবে রায়হান রাফির পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায়। এছাড়াও চলতি বছরে হিমেল আশরাফের একটিও সিনেমাতেও শাকিবের কাজের গুঞ্জন আছে।
আরিফিন শুভ
নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভর তিনটি সিনেমা। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’, রায়হান রাফি পরিচালিত ‘নূর’ আর অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা। সিনেমাগুলোতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস ঐশী ও নুসরাত ফারিয়া। আরিফিন শুভর ‘নূর’ নানা জটিলতায় আটকে থাকলেও নতুন খবর হচ্ছে, এরই মধ্যে সিনেমাটি নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান স্বত্ব কিনে মুক্তির প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে।
আফরান নিশো
চলতি বছরে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’ সিনেমা মুক্তি পাবে ঈদুল ফিতরে। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন নিশো, যেটি মুক্তি পাবে চলতি বছরেই।
সিয়াম আহমেদ
সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা মুক্তি পাবে ঈদুল ফিতরে। এম এ রহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। এছাড়া মিজানুর রহমান আরিয়ান ও নিজের প্রযোজনায় আরও একটি সিনেমায় চলতি বছরে দেখা যেতে পারে সিয়ামকে।
শরিফুল রাজ
শরিফুল রাজের ‘কবি’ সিনেমাও চলতি বছরে মুক্তির কথা আছে। হাসিবুর রেজা কল্লোলের নির্মাণে সিনেমাতে রাজের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের খবর, প্রযোজকের সঙ্গে এক জটিলতায় আটকে আছে সিনেমাটির বাকী কাজ। যা সমাধান না হলে চলতি বছরে সিনেমাটির মুক্তি অনিশ্চিত।
এছাড়া চলতি বছরে শরিফুল রাজকে দেখা যেতে পারে অনন্য মানুনের ‘দানব’, সঞ্জয় সমাদ্দার ও নতুন এক পরিচালকের সিনেমায়।