হঠাৎ একসঙ্গে দুই খান, নেপথ্যে কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/28/sakib_khan.jpg)
শাকিব খান ও আমিন খান, দুজনে বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে জনপ্রিয় তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি। এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের!
শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন। সময়ের ব্যবধানে ওয়ালটনের দু’একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
এদিকে, বহু বছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। স্থিরচিত্রে দেখা যায়, দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস-আপ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসিই ফুরাচ্ছে না। তবে, কেন তারা ‘একত্র হয়েছেন’, কিংবা আগামীতে কোনো প্রজেক্টে ‘একসঙ্গে’ দেখা যাবে কি না, তার সঠিক তথ্য জানা যায়নি।
শাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন, হিম্মত, ফুল নেব না অশ্রু নেব ও সমাধি।