রাজধানীর হোটেলে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/01/dmc_3.jpg)
রাজধানীর মগবাজারে হোটেল রয়েল ইন্টারন্যাশনালের একটি রুম থেকে ফাঁস দেওয়া অবস্থায় নাসিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দিনগত রাতে মরদেহ উদ্ধার করা হয়।
আজ রোববার (৮ অক্টোবর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল হাসান জানান, শনিবার দিনগত রাতে হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নাসিম যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। তিনি সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায় এসে মগবাজারে অবস্থিত ওই হোটেলে ওঠেন।
পুলিশ জানিয়েছে, মানসিক সমস্যা ছিল নাসিমের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।