শেরপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী থেকে শাহ আলম (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৮ অক্টোবর) উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের ধানক্ষেত থেকে ওই অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইগাতীতে গত সপ্তাহেও এক অটোরিকশাচালককে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ সেই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে।
নিহত শাহ আলমের বাড়ি শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের আড়ালিয়াকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের ফকির আলীর ছেলে এবং নিজে তিন সন্তানের বাবা।
নিহত শাহ আলমের স্বজনদের উদ্ধৃত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত অটোরিকশাচালক তিনি গতকাল শনিবার রাতে নিজের অটোরিকশা নিয়ে বের হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে উপজেলার কুচনীপাড়া এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
সম্প্রতি শেরপুরে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যা প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত সপ্তাহে অটোচালক হত্যা, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে শেরপুরে ১২টির বেশি অটোরিকশা ছিনতাই ও চালক হত্যার ঘটনা ঘটেছে।