বিমানবন্দর থেকে স্বর্ণ চুরি, তদন্ত প্রতিবেদন ২২ নভেম্বর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/15/cmm.jpg)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৫ অক্টোম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা এই দিন নির্ধারণ করেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
মামলার পরে এখন পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সহকারি রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন। তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।