বঙ্গবন্ধু ও শেখ রাসেলের হত্যাকারীরা জাতির শত্রু : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘যারা বঙ্গবন্ধু ও শিশু শেখ রাসেলকে হত্যা করেছে তারা বাঙালি জাতির চরম শত্রু। তাদের ও তাদের উত্তরসূরীদের মূলোৎপাটন করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। তারা যেন আর কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে না আসতে পারে—এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’
আজ বুধবার (১৮ অক্টোবর) পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুজয়’ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হকসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরপর সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডেপুটি স্পীকার।
বিকেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।