অগ্নিসন্ত্রাস রুখতে ৭ জানুয়ারি রায় দিন : ডেপুটি স্পিকার
বাংলাদেশের উন্নয়নের মহাযাত্রা নিরবচ্ছিন্ন রাখতে এবং অগ্নিসন্ত্রাসকে রুখে দিতে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পাবনায় বেড়া পৌরসভা ও করমজা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।
ভোটারদের উদ্দেশে পাবনা-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রায় আপনার অংশগ্রহণ জরুরি। আপনার রায়ের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।’
শামসুল হক টুকু বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। রেলগাড়িতে আগুন দিচ্ছে, বাসে আগুন দিচ্ছে ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আপনারা তাদের বর্জন করুন। তাদের বিপক্ষে আপনার পরিষ্কার রায় ভোটের মাধ্যমে প্রয়োগ করুন।’
করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন আলী বাগচীর সভাপতিত্বে ও বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন এবং বেড়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন।