রোববার ১২ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/28/12_dliiy_jott.jpg)
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১২ দলীয় জোট।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
সৈয়দ এহসানুল হুদা জানান, দেশবাসীকে এই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।