পাঁচ দিনের রিমান্ডে মির্জা আব্বাস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/01/mirza-abbas-1.jpg)
রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন।
এদিন দুপুর দেড়টার পর তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। এসময় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
নথি থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়।