সারা দেশে ৩০ ঘণ্টায় ১৮ গাড়িতে অগ্নিসংযোগ
সারা দেশে রোববার ভোর ৪টা থেকে আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ১৮টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ঢাকা বিভাগে ১৪টি এবং চট্টগ্রাম বিভাগে ৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও একটি হিউম্যান হলার পোড়ানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিটের ২১৬ জন দমকল কর্মী কাজ করেছেন।