ময়মনসিংহে অবরোধের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/08/myymnsinh.jpg)
ময়মনসিংহে বুধবার অবরোধের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ। ছবি : এনটিভি
বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে ময়মনসিংহে মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে দলের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি–জামায়াতের অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে চলমান উন্নয়ন। অবরোধের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা মহিলা লীগের সভাপতি নরুন্নাহার শেফালীর সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি কৃষিবিদ ডা. শামসুন্নাহার পারভীন, সাধারণ সম্পাদক ড. সেলিনা রশিদ ও আসমা আহমেদসহ অন্যান্যরা।