জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে আটকের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/11/jaatiiyy-dler-ceyyaarmyaan-saiyyd-ehsaanul-hudaa.jpg)
জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ছবি : এনটিভি
বিএনপির নেতৃত্বে ১২ দলীয় জোটের শরিক দল জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে আটকের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিরুদ্ধে। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন এলডিপির মহাসচিব শাহদাৎ হোসেন সেলিম।
এলডিপির মহাসচিব জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরের পর তাকে তুলে নেওয়া হয়।
এলডিপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশনের পদত্যাগ ও এক দফা দাবিতে আলোচনা সভায় যোগ দিতে এলে সৈয়দ হুদাকে সাদা পোশাকে ডিবি তুলে নিয়ে যায়।’