কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি : হানিফ
বিএনপি রাজনৈতিক কর্মসূচিরর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। কুষ্টিয়া মেডিকেল কলেজের আংশিক উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে আজ রোববার (১২ নভেম্বর) তিনি এই অভিযোগ করেন।
হানিফ বলেন, ‘বিএনপি রাজনৈতিক কর্মসূচিরর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। পেট্রল দিয়ে বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা এগুলো কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে মানুষ রাজনৈতিক দল হিসেবেই জানে। তাই তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা।’
হানিফ বলেন, ‘বাসে আগুন দেবার জন্য মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল। এখন সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। সারা দেশে গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতোন চলাচল করছে।’