জয়পুরহাটে নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আনোয়ারা বেগম (৪৪) নামে এক তালাকপ্রাপ্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, আজ সকালে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে—মোবাইল ফোনে এমন খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ওই মরদেহের পাশে ভ্যানিটি ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে। ওই ভ্যানিটি ব্যাগে মোবাইল ফোনসেট ও একটি ছোট আয়না ছিল। পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, নিহত আনোয়ারা বেগম তালাকপ্রাপ্তা ছিলেন। প্রায় ১০ বছর আগে তাঁর দিনাজপুরের হাকিমপুর সাতআনা আলীর হাটের সেলিম হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁর দুটি সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি।
মেয়ে আনোয়ারার মরদেহ উদ্ধারের খবর পেয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে ছুটে আসেন তাঁর মা মাজেদা বেগম। লাশকাটা ঘরে পড়ে থাকা মেয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তাঁর মেয়ের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘গত রোববার জয়পুরহাটে হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। আজ তার মরদেহ পাওয়া গেল।’