ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম, দুই প্রিজাইডিং কর্মকর্তা বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের একাধিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অনিয়মের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে দুই মাসের জন্য বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৪ নভেম্বর ইসি থেকে পাওয়া নির্বাচন পরিচালনা-২ অধিশাখা প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে গত ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে ৯৫ নং যাত্রাপুর নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও ১২৭ নং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের সংবাদ প্রচার হয়। যার প্রেক্ষিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা পুলিশ সুপারের মাধ্যমে পৃথক তদন্ত করেছে ইসি। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা মোতাবেক নূরানীয়া হাফেজিয়া মাদরাসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা হোসেন মো. হাবিবুর রহমান ও শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর অনিয়মের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। ফলে ১৫ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত দুই মাসের জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হলো। একইসঙ্গে তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণেরও আদেশ দেওয়া হয়েছে।
ওই দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা সাত দিনের মধ্যে ইসিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।