বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না : শামীম ওসমান
বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছড়ে না উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘পরিকল্পিতভাবে একটা মহল নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে।’
আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ইব্রাহিম টেক্সটাইল মিলের মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শান্তি মিছিলে অংশ নেওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান এসব কথা বলেন।
যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে তাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, “একটা সময় এমন ছিল যে, মনে করা হত বঙ্গবন্ধুর হত্যার বিচার এই দেশে হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে না। বিচার কিন্তু ঠিকই হয়েছে, দোষীরা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে। এইবার যদি আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসুলের উসিলায় শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তবে যারা মজুতদার, যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে সাধারণ মানুষের পেটে লাথি দিয়েছেন, যারা পরিকল্পিতভাবে জিনিসপত্র মজুত করে নিজের মুনাফা লোটার চেষ্টা করেছেন এবং যারা আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন; তারা জেনে রাখুন, বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছড়ে না।”
শামীম ওসমান আরও বলেন, “আমরা খেলব তো কাদের সাথে খেলব। খেলার মাঠে তো কেউ নাই। ওরা (বিএনপি-জামায়াত) রাতের বেলায় চোরের মত নামে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। ওদেরতো আমরা মানুষ মনে করি না। আমরা মনে করি তারা ইবলিশ শয়তানের বংশধর। কারণ যারা আগুন দিয়ে মানুষ পুড়িযে মারে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না।”
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অন্তত ২০০ আসনে বিজয়ী হবে উল্লেখ করে শামীম ওসমান আরও বলেন, “আগামী ৭ ডিসেম্বরের পর থেকে দিন গণনা শুরু করেন। জাতির পিতার কন্যা সব কিছু ছাড় দেবেন, কিন্তু যারা জনগণের পেটে লাথি দেয়, যারা জনগণকে কষ্ট দেয়, সে যেই হোক না কেন, এমনকি আমি শামীম ওসমান হলেও তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ছাড় দেবেন না। তিনি তাদের বুকের ওপর পাড়া দেবেন, এটা আমার বিশ্বাস। আপনারা সজাগ থাকবেন, সামনের ৮-১০ দিন আরও ক্রাইসিস (সংকট) সৃষ্টির চেষ্টা করা হবে। শয়তান যেমন আল্লাহর রহমতের সাথে পারে না, ওই অপশক্তিরাও শেখ হাসিনার সাথে পারবে না। আল্লাহর রহমত তার সাথে আছে, সামনে বিজয় সুনিশ্চিত।”