নসরুল হামিদ বিপুর পক্ষে মনোনয়নপত্র জমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৩ আসনে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নসরুল হামিদ বিপুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত একান্ত সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ, মনোনয়নপত্র জমার প্রস্তাবকারী ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. মজিবুর রহমান ও সমর্থনকারী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ জেলা আওয়ামী লীগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।