ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে ভূমিকম্পটি শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে আট কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এনটিভির ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, নওগাঁ, পাবনা, ফেনী, ভৈরব, বান্দরবান ও বরিশালসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন, একই সময়ে ওই অঞ্চলগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন জেলার মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য জানিয়ে পোস্ট করতে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।’