অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে নবম দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর কমলাপুরে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ রোববার (৩ ডিসেম্বর) রাতে মশাল মিছিলটি কমলাপুর স্টেশন থেকে শুরু হয়ে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ হিমু, আলিয়া মাদ্রাসা ছাত্রদলনেতা মো. সানাউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।