শ্বশুরকে হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার
ময়মনসিংহের তারাকান্দায় এক মেয়ে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নিতারাশি গ্রামে আজ শনিবার (৯ ডিসেম্বর) বিকেলের এই ঘটনায় অভিযুক্ত জামাতা ৩০ বছর বয়সী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ৬০ বছর বয়সী কছিম উদ্দিন নিতারাশি গ্রামের বাসিন্দা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজ সন্ধ্যায় জানান, বছর তিন-চারেক আগে কছিম উদ্দিনের মেয়ে দীপালির (২৫) সঙ্গে পারবারিকভাবে বিয়ে হয় মাহমুদুলের। এই দম্পতির ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তানের। পারিবারিক কলহের জেরে কিছু দিন আগে দিপালিকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় স্বামী মাহমুদুল। মেয়েকেও সঙ্গে নিয়ে আসেন দীপালি।
আজ সকাল ১০টার দিকে শ্বশুরবাড়ি আসেন মাহমুদুল। বিকেলে ৩টার দিকে স্ত্রীকে রেখে ৯ মাস বয়সী মেয়ে ফাতেমাকে নিয়ে যেতে চান তিনি। এ সময় বাধা দেন কছিম উদ্দিন। এ নিয়ে শ্বশুর ও জামাতার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দা দিয়ে শ্বশুরকে কুপিয়ে জখম করে মাহমুদুল। পরে কছিম উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহমুদুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।’