নড়াইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/09/narail.jpg)
নড়াইলে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম এবং মো. আনিসুর রহমান আজ শনিবার (৯ ডিসেম্বর) ওই আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ার খবরে নড়াইল শহরের রূপগঞ্জ ও পুরাতন বাস টার্মিনালের কাঁচা বাজার এলাকায় রকিবুল ইসলাম অভিযান চালান। আর সদর উপজেলার মাদরাসা বাজারে অভিযান চালান আনিসুর রহমান। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারায় তিন ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীই দোকান রেখে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা এবং এক ব্যবসায়ীর পেঁয়াজ জব্দ করা হয়েছে।’