অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ১১তম দফায় ৩৬ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নির্দেশনায় আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটর মোড় থেকে হোটেল শেরাটন অভিমুখে অবরোধের সমর্থনে মিছিল এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি করিম প্রধান রনি, মিজানুর রহমান শরিফ, মাহাবুব আলম মাহবুব, সাধারণ সহসম্পাদক আজিজুল হক জিয়ন, সাংগঠনিক সহসম্পাদক সরোয়ার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মানিক মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলাল সোহাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাসনাইন নাহিয়ান সজিব ও কেন্দ্রীয় ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আবিদ কামাল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ারুল আমিন আরিফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের মো. এমরান, আব্দুল মোহাইমিনুল জিহাদ, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন অভি, সাকিল হাসান, হাতিরঝিল থানা ৩৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল কাহহার মাহির, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক সৌরভ, বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিতু, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সহসম্পাদক মো. সোহেল তানভীরসহ আরও অনেকে।