চট্টগ্রামের বাঁশখালীতে দুই ঘর পুড়ে ছাই, বৃদ্ধ নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে সুখেন্দু কর্মকার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দুটি ঘর ভস্মীভূত হয়। উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল ৭নং ওয়ার্ডের কর্মকার পাড়ায় আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী পারুল কর্মকার জানান, হঠাৎ করেই তাদের পাশের ঘরে আগুন লাগে। তা দেখে দিশেহারা হয়ে পড়েন তিনি। ওই সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। আগুন দেখে দৌড়ে পাশের ঘরের ভেতরে প্রবশের চেষ্টা করেও ব্যর্থ হন ওই নারী।
নিহতের পুত্রবধূ রুবি কর্মকার বলেন, ‘আমি পাশের বাড়ি ছিলাম। ঘরের ভেতরে আমার অসুস্থ শ্বশুর একাই ছিলেন। অনেক চেষ্টা করেও আমরা তাকে ঘর থেকে বের করতে পারলাম না।’
আযাদুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবরে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে, আমাদের যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।’ তবে, আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।