ট্রলার ডুবে শিশুসহ নিহত ২
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেটা এখনও জানা যায়নি। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে পারাপারের সময় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলারডুবি ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী হাফেজ মৃধা জানিয়েছেন, হাসাইলের মিয়া বাড়ির ঘাট থেকে ৩৫ থেকে ৪০ যাত্রী নিয়ে হাসাইল বাজারের উদ্দেশে ট্রলাটি ছেড়ে মাঝ নদীতে গেলে লৌহজংগামী একটি বাল্কহেড ট্রলারের উপর উঠিয়ে দেয়। এতে ট্রলারসহ ট্রলারে থাকা সব যাত্রী পানিতে তলিয়ে যায়। এরপর এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
এদিকে এ ঘটনার পরপর নিখোঁজদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কত জন নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বাল্কহেড আটক করা হয়েছে। চালক পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।