অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা
জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করার চেষ্টার অপরাধে মাদারীপুরের কালকিনিতে মো. সাগির হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার মাছ বাজারের ব্যবসায়ী সাগির হোসেন ‘জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু গোপনে অল্প দামে কিনেছিলেন। এরপর ওই গরুটি জবাই করে বাজারে মাংস বিক্রির পাঁয়তারা করেন। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মো. ইকরাম হোসেন বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করে দেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, ‘জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।