চাঁদপুরে ট্রেনে নাশকতার অভিযোগে আটক ১
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশকতার প্রস্তুতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে হাজীগঞ্জ রেলস্টেশনে আনসার ও ভিডিপির নিরাপত্তা টহলের সময় তাকে আটক করা হয়।
আটককৃত মোজাম্মেল হোসেন (৫৫) হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা।
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল জানান, মোজাম্মেল নামের মধ্য বয়সের লোকটির পকেটে বেশ কিছু রেল লাইনের পাথর, লাইট ও গ্যাস লাইট পাওয়া যায়। তিনি ২৬টি স্থানে রেললাইলের ওপরে বড় সাইজের পাথর রেখে পালাচ্ছিলেন। তখন তাকে হাতেনাতে আটক করা হয়।
উজ্জ্বল পাল বলেন, ‘হাজীগঞ্জ ব্রিজের কাছে রেল লাইনের ওপরে একটি গাছ ফেলানো অবস্থায় পাওয়া যায়। সেটা অপসারণ করা হয়েছে। তবে এটা কে ফেলেছে সেটা এখনও জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেল পথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’