শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন
চলছে পৌষ, বাড়ছে শীত। শীতের পোশাকের অভাবে কষ্টে আছে স্বল্প আয়ের মানুষ ও পথশিশুরা। চট্টগ্রামে তাদের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে ‘রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে নগরীর ৩০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে গতকাল রোববার (২৪ ডিসেম্বর) শীতার্তদের মধ্যে ২০০ কম্বল ও ১০০ শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি রকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া কেন্দ্রীয় সভাপতি নুরুল আলম নয়ন, সহসভাপতি কেফায়েত সোহাগ, সাধারণ সম্পাদক আইনাল আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আল-আমিন রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।
রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন দেশের ১৬টি জেলায় ১৬টি শাখার মাধ্যমে অসহায় মানুষকে নিয়ে কাজ করছে। তিন বছর ধরে সংগঠনটি অসহায়দের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করে আসছে।