মরা ছাগল কিনে বিক্রির চেষ্টা, কসাইকে জরিমানা
খাগড়াছড়িতে মরা ছাগল জবাই করে বাজারে বিক্রির চেষ্টার অপরাধে এক কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম কসাই মো. ওয়াসিমকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
কসাই মো. ওয়াসিমের বাড়ি সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায়।
ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয়রা বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁকে আটক করলে তিনি মিথ্যার আশ্রয় নিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। পরে খাগড়াছড়ি ভেটোনারি সার্জন ডা. মো. সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করলে বিষয়টি মুঠোফোনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিনকে জানানো হয়। তিনি এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন ওয়াশিমকে।
খাগড়াছড়ি মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম জানান, ভ্রাম্যমাণ আদালত প্রথমে ২৫ হাজার টাকা জরিমানা করেছিলেন। পরে ব্যবসায়ীদের অনুরোধে তা ১৫ হাজার টাকা করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, কসাই ওয়াশিমের শ্যালক দুই হাজার টাকায় জেলা শহরের ইসলামপুর থেকে মরা ছাগলটি কিনেছিলেন।
স্থানীয়রা এসব অসাধু ব্যবসায়ীকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। তাদের দাবি, দৃষ্টান্তমুলক সাজা হলে এসব অপরাধ আর করতে সাহস পাবে না তারা।