নতুন মন্ত্রিসভায় বেশি সদস্য ঢাকায়, দ্বিতীয় চট্টগ্রাম
নতুন মন্ত্রিসভায় যোগ দিতে ২৫ জনকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে ডাক দেওয়া হয়েছে। তার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন। সে হিসেবে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সবচেয়ে বেশি সদস্য ঢাকা বিভাগের। প্রধানমন্ত্রীসহ এই সংখ্যা ১৫ জন। আর দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগ থেকে ৯ জন হতে চলেছেন মন্ত্রী। এ ছাড়া মন্ত্রিসভায় সিলেটের বিভাগের তিনজন, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে দুজন করে ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ডাক পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিসভার ঢাকা বিভাগের ১৫ সদস্য হলেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), মো. আবদুর রহমান (ফরিদপুর-১), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), নসরুল হামিদ (ঢাকা-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), রুমানা আলী (গাজীপুর-৩), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬)।
মন্ত্রিসভার চট্টগ্রাম বিভাগের ৯ সদস্য হলেন—ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)।
মন্ত্রিসভার সিলেটের বিভাগের তিন সদস্য হলেন—মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪) ও শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)
মন্ত্রিসভার বরিশাল বিভাগের দুই সদস্য হলেন—জাহিদ ফারুক (বরিশাল-৫) ও মহিব্বুর রহমান (পটুয়াখালী-৪)।
মন্ত্রিসভার খুলনা বিভাগের দুই সদস্য হলেন—নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫) ও ফরহাদ হোসেন (মেহেরপুর-১)।
মন্ত্রিসভার ময়মনসিংহ বিভাগের দুই সদস্য হলেন—মো. ফরিদুল হক খান (জামালপুর-২) ও আবদুস সালাম (ময়মনসিংহ-৯)।
মন্ত্রিসভার রাজশাহী বিভাগের দুই সদস্য হলেন—সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) ও জুনাইদ আহ্মেদ পলক (নাটোর-৩)।
মন্ত্রিসভার রংপুর বিভাগের দুই সদস্য হলেন—আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) ও খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)।