কনকনে শীতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ
ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক কম থাকায় ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। এ ছাড়া ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে জেলায়। আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, শীতের প্রকোপে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। পিরোজপুর জেলা হাসপাতাল ১০০ শয্যার হলেও, রোগী ভর্তি আছে প্রায় ২০০ জন।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাঘাটে লোকজনের আনাগোনা অনেক কম। হাড়কাঁপানো ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। যানবাহনগুলোতে যাত্রীদের নেই তেমন আনাগোনা। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছে। আক্রান্তের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। তবে এখন পর্যন্ত ঠান্ডাজনিত কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।