ঘনঘন আদালতে আসতে অনেক কষ্ট হয় : মামুনুল হক
রাজধানীর মিরপুর থানার নাশকতার অভিযোগে করা দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হাজিরা দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে আনা হয়। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, ঘনঘন আদালতে আসতে অনেক কষ্ট হয়। আমার নামে অনেক কয়টা মামলা। সবগুলো একসাথে তারিখ দিলে একবারে আসলে ভালো হতো। কোর্ট এভাবে তারিখ দিতে পারে।
এদিকে মামুনুল হকের আইনজীবী আব্দুল সালাম হিমেল এনটিভি অনলাইনকে বলেন, মামুনুল হকের হাজিরা শেষে বেলা ১২টার পর আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় তিনি এসব কথা বলেন।
আইনজীবী আরও বলেন, আজ মামুনুল হককে দুটি মামলায় আনা হয়েছে। এরমধ্যে ২০১৩ সালে রাজধানীর মিরপুর থানায় নাশকতার দুই মামলায় তিনি হাজিরা দিয়েছেন। এক মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এ অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন এ মামলার অন্য আসামিরা আদালতে না আসায় অভিযোগ গঠন পিছিয়ে ৩০ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
হিমেল আরও বলেন, অন্য মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল-১১ তে সাক্ষীর জন্য ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেছেন আদালত।