মাইকিং করে সংঘর্ষের মহড়া, পুলিশ মোতায়েন
জামালপুরের ইসলামপুরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের প্রস্ততি নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেওয়ায় কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি, এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জেরে গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে আকন্দপাড়ায় কাঁচি প্রতীকের সমর্থক লুৎফুল কাজী (৬০) ও তার লোকজনের সঙ্গে পাশের আগ্রাখালী গ্রামের বাসিন্দা নৌকা প্রতীকের সমর্থক স্থানীয় ইউপি সদস্য আসাদুল হকের বাবা সাবেক ইউপি সদস্য আমির উদ্দিনের (৬০) মধ্যে কথা কাটাকাটি হয়। এতে গতকাল সন্ধ্যায় লুৎফুল কাজীর লোকজন মাইকিং করে সংঘর্ষের ঘোষণা দেয় এবং আগ্রাখালী ও আকন্দপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের প্রস্ততি চলছিল। আজ বুধবার সকালে দুই গ্রামের হাজারো মানুষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষের উদ্দেশ্যে মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষের মহড়া শুরু করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সংঘর্ষের প্রস্ততির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। এতে কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি। দুই এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।