লিবিয়ায় আটকে থাকা ইব্রাহিমের মৃত্যু, পরিবারে শোকের মাতন
পরিবারের ভাগ্য ফেরাতে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছেন ইব্রাহিম ফকির। শুরু করেন প্রস্তুতি। দালালের মাধ্যমে রওনা হন ইতালির উদেশে। কিন্তু লিবিয়ায় নিয়ে আটকে রাখা হয় তাকে। তার স্ত্রীর দাবি, সেখানে প্রচুর মারধর করা হয় ইব্রাহিমকে। শেষ পর্যন্ত মৃত্যু হয় ইব্রাহিমের।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১টার তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারসহ পুরো গ্রামেই বইছে শোকের মাতম। ইব্রাহিম ফকির চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ইব্রাহিমের স্ত্রী রোজিনার অভিযোগ, ‘দালাল চক্রের সদস্য খোরশেদ আলম আমার স্বামীকে ইতালি নেওয়ার কথা বলে প্রায় এক বছর আগে লিবিয়া নেয়। পরে কাজ না দিয়ে সেখানে আটকে রেখে টাকার জন্য নির্যাতন করে। তাদের নির্যাতন ও মারধরের কারণে মৃত্যু হয়েছে স্বামীর। মৃত্যুর বিষয়টি শুক্রবার রাতে একই গ্রামের সহকর্মী আব্দুল হাকিম ফোনে নিশ্চিত করেন।’স্বামীকে দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ইব্রাহিমের স্ত্রী।
চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, ইব্রাহিমের মরদেহ দেশে আনতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দালাল চক্রের খোরশেদ আলম ছাড়াও আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। মামলাটির তদন্ত কাজ চলছে।