সাবেক দুই অধ্যাপকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
সাবেক দুই অধ্যাপকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের স্ত্রী বনশ্রী দেবনাথ।
সাইবার নিরাপত্তা আইনে মামলার আসামি দুজন হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব আবদুল আলীম এবং চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথের এইচএসসি পরীক্ষার ১২টি বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনকারী ব্যক্তির মুঠো ফোন নম্বর উদ্ঘাটন করে আদালতে গত ১৫ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে পাঁচলাইশ থানা পুলিশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল আলীমের মুঠো ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদনটি করা হয়। পুর্নিরীক্ষণের আবেদনকারীকে শনাক্ত ও আইনি প্রতিকার চেয়ে গত ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন প্রফেসর নারায়ণের স্ত্রী বনশ্রী দেবনাথ।
অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ায় আইনি প্রতিকার পেতে আদালতের শরনাপন্ন হওয়ারও পরামর্শ দেয় পাঁচলাইশ থানা পুলিশ। সাধারণ ডায়েরির তদন্তের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিক প্রফেসর আবদুল আলীম ও সাবেক অধ্যাপক মুহাম্মদি ইদ্রিস আলীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি হয়।
মামলার আইনজীবী অ্যাডভোকেট জয়শ্রী জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব আবদুল আলীম ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের স্ত্রী বনশ্রী দেবনাথ। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।