টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/01/spikaar_gopaalgnyj.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এরপর চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফী বিন মোর্ত্তজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার রংপুর সংসদীয় এলাকার নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপদের নিয়ে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন তারা। পরে বঙ্গবন্ধুর সমাধির পাশে প্রশাসনিক ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন স্পিকার সহ অন্যান্যরা।
এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খাঁয়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান বি এম তৌফিক প্রমুখ।