দেশব্যাপী ৩১০৮০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি করা হয়েছে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য ইতিমধ্যে সারাদেশে ৩১ হাজার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের মাদকের বিষয়ে সচেতন করতে এ পর্যন্ত তিন হাজার ৫৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন নির্বাচিত শিক্ষককে প্রশিক্ষণ মেন্টর হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একজন শিক্ষককে মাদকবিরোধী মেন্টর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
আনিসুল হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষার লক্ষ্যে ব্যাপকভিত্তিক জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষে মাদকবিরোধী স্লোগান সম্বলিত ৭৮ হাজার ৫৩ জ্যামিতি বাক্স, ৩৫ হাজার ৮১৬টি খাতা, ৬৪ হাজার ১৫১টি কলম, ৬৮ হাজার ৭৬৮টি স্কেল শিক্ষার্থীদের মাঝে বিতারণ করা হয়েছে।
আনিসুল হক বলেন, দেশের সর্বস্তরের জনগণকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার লক্ষে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভার সম্বলিত ২৬ হাজার ১৬৬টি স্টিকার, ৪ হাজার ২৮৩টি ফেস্টুন, চার লাখ ২০ হাজার ৪৬৪টি মাদকবিরোধী লিফলেট, পাঁচ হাজার ৯২টি পোস্টার, ৪৭৮টি অ্যাম্বুস পোস্টার, ৭ হাজার ৯৫০টি বোর্ড, ৩৪২টি ডিসপ্লে স্ট্যান্ড, ছয় হাজার নোটবুক, আট হাজার ফোল্ডার, ১৩০টি লেদার ওয়ালেট, ২০ হাজার ৭০টি টিশার্ট, চার হাজার ৫২৯টি ছাতা, পাঁচ হাজার ৪৫২টি ব্যাগ, এক হাজার ৬৫৮টি টিস্যু বক্স, এক হাজার ২২৭টি ক্যাপ, চার হাজার ৮৬৩টি মগ, তিন হাজার বুকলেট ও দুই হাজার ডেস্ক ক্যালেন্ডর বিতারণ করা হয়েছে।
আনিসুল হক বলেন, বিগত ২০২৩ সালে সারাদেশে মাদকবিরোধী ৪৪৪টি সভা, সেমিনার, ওয়ার্কশপ ও বক্তৃতার আয়োজন করা হয়েছে এবং ২৭ স্থানে মাদকবিরোধী শর্ট ফ্লিম প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। একই সময়ে দুই হাজার ৭১৩টি প্রতিষ্ঠানে মাদকবিরোধী সভা-বক্তৃতার আয়োজন করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ায় ১২০টি মাদকবিরোধী বিজ্ঞাপন, টিভি স্ক্রল, মাদকবিরোধী ১৫টি টকশো এবং প্রিন্ট মিডিয়ায় ১৬৬টি মাদকবিরোধী বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা পর্যায়ের ফেসবুক-ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাদকবিরোধী কনটেস্টসমূহ নিয়মিত প্রচার করা হচ্ছে।