সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড
অস্ত্র রাখার দায়ে সিরাজগঞ্জে জেলাল হোসেন শেখ (৪৫) নামে এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক নাদিরা সুলতানা এই কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের বাসিন্দা।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এপিপি মো. চাঁদ আলী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র্যাব-১২-এর নেতৃত্বে একটি দল কামারখন্দ উপজেলা ও তার আশপাশের এলাকায় টহল ডিউটি করে। গোপন খবরে জানতে পারে কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যপাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে আসামি। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। পরে জেলাল হোসেন শেখকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আজ আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।