আদালতে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
উল্লাপাড়া উপজেলা আমলি আদালতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে কর্মসংস্থানের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান এ মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী। সংসদ সদস্য তানভীর ইমাম এইচ টি ইমামের ছেলে।
এ বিষয়ে মুঠোফোনে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলার বিষয়টি আমি জানি না। কে করেছে, তাও জানি না।’
এরপর ‘থ্যাংকস ইউ’ বলে ফোন কেটে দেন তানভীর ইমাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘তানভীর ইমাম প্রতারক, পরার্থলোভী শ্রেণির ব্যক্তি বটে। আসামি ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ছিলেন। আমি (মামলার বাদী) তথ্য ও গবেষণা সম্পাদক, পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগ শাখা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।’
মামলার অভিযোগে বাদী আরও বলেন, ‘আমি একজন সক্রিয় কর্মী হিসেবে এমপির সঙ্গে সদা সর্বদা থাকতাম। নামিক আসামি আমাকে (মামলার বাদী) বলে বিভিন্ন প্রজেক্ট এবং কিছু ব্যক্তির কর্মসংস্থান করতে হবে। সেজন্য কিছু টাকার প্রয়োজন। আমি তাকে বিশ্বাস করে কিছু লোকের কাছ থেকে টাকা হাওলাত করে তানভীর ইমামকে সাক্ষীদের উপস্থিতিতে ৮০ লাখ টাকা দেই। পরে একটি বিশেষ কাজের মাধ্যমে ২০ লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ৬০ লাখ টাকার জন্য বার বার তলব-তাগাদা করতে থাকি। আজ-কাল করে তালবাহানা করতে থাকে। আমাকে অপেক্ষা করতে বলে। পরবর্তীতে আমি বাধ্য হয়ে বিষয়টি অবগত করে প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্ত দেই। গত ৩১ জানুয়ারি আমি ঢাকায় গিয়ে তানভীর ইমামের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন এবং প্রাণ নাশের হুমকি দেন। তিনি বিশ্বাস ভঙ্গ করে আমার ৬০ লাখ টাকা ক্ষতি করেছেন বিধায় ন্যায়বিচারের স্বার্থে মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে সুবিচার করতে মর্জি হয়।’
মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আমলি আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ২১ মার্চ মামলার পরবর্তী তারিখ দিয়েছেন আদালত।’