রেলের টিকিট কালোবাজারি বন্ধে সরকার কাজ করছে : রেলমন্ত্রী
নতুন করে জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে রেল বিভাগকে এগিয়ে নেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে সকল সরকারি সংস্থা কাজ করছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে আসেন রেলমন্ত্রী। রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর উত্তরাঞ্চলে এটি তার প্রথম সফর। এসময় সফরসঙ্গী হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, সচিবের একান্ত সচিব মুহাম্মদ মহবুবুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।