রেল সেবাকে জনগণের দরজায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : রেলমন্ত্রী
রেল সেবাকে জনগণের দরজায় পৌঁছে দিতে সীমিত সামর্থ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
রেলমন্ত্রী শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, ‘গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিএনপি রেলের দক্ষ কর্মীদের ছাঁটাই করে দিয়েছিল। রেললাইন তুলে বিক্রি করে দিয়েছিল। যেখানে ২৮০০ কর্মচারী দরকার সেখানে মাত্র ৮০০ কর্মচারী নিয়ে রেলকে কাজ করতে হচ্ছে। তারপরও সস্তার পরিবহণ ব্যবস্থা রেল সেবাকে জনগণের দরজায় পৌঁছে দিতে সীমিত সামর্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’
এ সময় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক আবু নাসের ভূঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।