মার্কিন যুক্তরাষ্ট্রের ভিজিটিং লিডারশিপে মনোনীত ব্যারিস্টার নাসরীন মিলি
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভিজিটিং লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এবছর মনোনীত হয়েছেন ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। তিনি আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র সহকারী সদস্যসচিব ও উইমেন উইং এর কে-অর্ডিনেটর।
আইভিএলপি ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের সম্পূর্ণ অর্থায়নে একটি প্রিমিয়ার স্কলারশিপ প্রোগ্রাম, যাতে অংশগ্রহণকারীদেরকে সারা বিশ্ব থেকে নির্বাচন করা হয়। এ বছর বিভিন্ন অঞ্চলের আরও পাঁচজন রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে ব্যারিস্টার মিলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মিলি।
এবি পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির এই সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়। দেশবাসীর কাছে তার সাফল্য কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়।