ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/19/naogaon_fake_doctor_pic.jpg)
নওগাঁয় মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে এ কারাদণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবীন শীষ।
শহরের দয়ালের মোড় এলাকার হেলথ কেয়ার ল্যাবে ভুয়া চিকিৎসক মিজানুর রহমান নিয়মিত রোগী দেখতেন।
তিন ঘণ্টাব্যাপী চলা এ অভিযান শেষে ইউএনও এস এম রবীন শীষ বিকেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিলেন মিজানুর রহমান। এর আগেও একই অপরাধে তাঁর কারাদণ্ড হয়েছিল। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখতেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে এর সত্যতা পাওয়া গেলে তাঁকে এ অপরাধে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশীষ কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রিফাত হাসান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।