কারাবন্দি বিএনপিনেতা আমানের স্বজনদের দেখতে গেলেন মঈন খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/29/miin_aamaan.jpg)
বিএনপিনেতা আমানউল্লাহ আমানের বাসভবনে গিয়ে তার সহধর্মিণী সাবেরা আমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : এনটিভি
কারাগারে থাকা বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের বাসভবনে গিয়ে তার সহধর্মিণী সাবেরা আমান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপিনেতা আমানের রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসায় যান ড. মঈন। এ সময় মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
মঈন খান সেখানে কারারুদ্ধ বিএনপিনেতা আমানউল্লাহ আমানের পরিবারের খোঁজখবর নেন। তিনি আইনি প্রক্রিয়ায় পূর্ব দৃষ্টান্ত অনুসরণের রীতিনীতি অনুসরণে তাকে অবিলম্বে জামিন প্রদানের দাবি জানান।