পিতা-মাতার পূঁজা করলে সন্তান বিপথগামী হবে না : অতিরিক্ত আইজিপি
‘মাতা-পিতার পূঁজা করলে সন্তান বিপথগামী হবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য। আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলাধীন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের মাতা-পিতার পূঁজা-অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।
অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘মাতা-পিতা ও সন্তান যদি একে অপরের প্রতি দায়িত্ববান হয়—তবে সমাজ সুশৃঙ্খল থাকবে, অপরাধ প্রবণতা কমে যাবে, রাষ্ট্র উপকৃত হবে।’
এ সময় অন্তত ১০০ সন্তান তাদের মাতা-পিতার পূঁজা-অর্চনা করেন এবং মন্ত্র পাঠ করেন অতিরিক্ত আইজিপি। অনুষ্ঠানে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন সাহা, কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হকসহ এলাকার হাজারো ভক্ত উপস্থিত ছিলেন।