ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/25/myymnsinh_meddikel_chbi.jpg)
বিভিন্ন দাবি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডাক্তাররা। আজ সোমবার (২৫ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার থেকে তারা কর্মবিরতি পালন করে আসছেন।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহের সভাপতি ডা. মতিউর রহমান ভুইয়া জানান, প্রায় দুইশ পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তার একযোগে কর্মবিরতিতে থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। দ্রুত এর সমাধান হবে বলে আশা করছি।
এ বিষয়ে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চললেও সমস্যা হচ্ছে না। বিকল্পভাবে অতিরিক্ত ডিউটির মাধ্যমে রোগীদের সেবা অব্যাহত রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সমস্যার সমাধান হলে ময়মনসিংহেও সমাধান হয়ে যাবে।